
The Masud Show তে অংশগ্রহন করতে চাইলে সম্পুর্ন লেখাটি আগে পড়ুন
The Masud Show তে আপনাকে স্বাগতম। আমাদের শোতে অংশগ্রহণ করতে চাইলে বা কোলাবোরেট করতে চাইলে দয়া করে সম্পুর্ন লেখাটি পড়বেন। আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে দেয়া থাকবে, যাতে পরবর্তীতে বিস্তারিত জানতে চাওয়ার প্রয়োজন না পড়ে।
Impact-Site-Verification: f3b68303-bfbf-49cf-8bc3-019a28d4c54d
যদি আপনার বিস্তারিত জানার দরকার না পড়ে; সরাসরি প্রোমোশনের জন্য ডেট কনফার্ম করতে চান তাহলে আর্টিকেলের শেষে দেয়া WhatsApp নাম্বারে সরাসরি নক দিন।
পডকাস্ট সম্পর্কে যদি আপনি না জানেন বা আপনি যদি পডকাস্টের রেগুলার দর্শক না হয়ে থাকেন তাহলে আমার মনে হয় সম্পুর্ন লেখাটা পড়ে সময় নষ্ট না করাটাই আপনার জন্য উত্তম। কারন যারা রেগুলার পডকাস্টের দর্শক তারা পডকাস্টে প্রোমোশনের ভ্যালুটা বুঝবে।
প্রথমে আমাদের পডকাস্ট চ্যানেল সম্পর্কে বলি:
- আমরা লাস্ট ৬ মাসে ১০ হাজারের বেশি সাবস্ক্রাইবার অর্জন করছি।
- আমরা সচারাচর ১ ঘন্টা থেকে ১:৩০ ঘন্টার মধ্যে কন্টেন্ট বানাই। আমাদের এভারেজ ভিউ ডিউরেশন ১২ মিনিটের বেশি থাকে।
- ২৫ টা কন্টেন্টে টোটাল ওয়াচটাইম ৪৫ হাজার ঘন্টা
- একটি কন্টেন্ট প্রথম ৩ মাসে মিনিমাম ২০ হাজার ভিউ হয়ে থাকে।
- আমাদের ১০০% ভিউ ইউটিউব রিকমেন্ডেড, সোশ্যাল মিডিয়াতে আমরা ইউটিউব লিংক শেয়ার দেই না। এছাড়া কোনো পেইড প্রোমোশনও করি না।
পডকাস্টে কি আপনার প্রোমোশন করা উচিত:
আপনি যদি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস দিতে চান তাহলে পডকাস্ট হচ্ছে সবথেকে স্ট্রং নিশ। এখন কোন ধরনের ব্র্যান্ডিং এর জন্য পডকাস্ট সেটা আগে বুঝতে হবে। যদি আপনি নিজের সস্তা ব্র্যান্ডিং করতে চান তাহলে পডকাস্টে ফোকাস না দেয়াই উত্তম। সেক্ষেত্রে টিকটক, ফেসবুকে শর্টস/রিলসে নাচানাচি করলে ভাইরাল হয়ে যাবেন।
অন্যদিকে কোয়ালিটি অডিয়েন্স বা Tier 1 অডিয়েন্সকে টার্গেট করে যদি নিজের ব্র্যান্ডিং করতে চান তাহলে পডকাস্ট হচ্ছে নাম্বার ওয়ান অপশন।
এছাড়া পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস না দিয়ে যদি কোম্পানির ব্র্যান্ডিং এ ফোকাস দিতে চান সেক্ষেত্রে আপনার ক্যালকুলেশন করতে হবে যে কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস আপনি দিচ্ছেন। যদি সেল টার্গেট করে আমাদের শোতে আসতে চান তাহলে হাই টিকেট প্রোডাক্ট বা সার্ভিস হলে আপনি বেনিফিটেড হবেন।
রিটেইল ই-কমার্স সেল টার্গেট করে আমাদের শোতে প্রোমোশন করা বোকামি হবে। তবে আপনার কোম্পানির ব্র্যান্ডিং করাটা যদি টার্গেট থাকে তাহলে যেকোনো প্রোডাক্ট বা সার্ভিস হলেও কোনো সমস্যা না।
কেনো আমাদের শোতে প্রোমোশন করবেনঃ
বর্তমানে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা চ্যানেল বাদে তেমন ভালো কোনো পডকাস্ট চ্যানেলই নেই। ২/৩ টা বড় চ্যানেলে আপনি গেস্ট হিসেবে যেতে চাইলে ১ থেকে ২ লাখ টাকা পে করতে হবে। আর তারা বাদে অন্য চ্যানেল গুলা রেগুলার পডকাস্ট মেক করে না।
কিন্তু আমরা বর্তমানে সবথেকে রেগুলার পডকাস্ট মেক করে থাকি এবং বিজনেস ও টেক রিলেটেড কন্টেন্টেই আমরা বেশি ফোকাসড। এছাড়া বর্তমানে আমরা মেকিং কস্ট হিসেবে ১৫ হাজার টাকা পার কন্টেন্টে নিয়ে থাকি। যদি মিনিমাম ৫টা কনটেন্টে গেস্ট হিসেবে আসতে চান তাহলে পার কন্টেন্ট ১২ হাজার টাকা নিয়ে থাকি। অবশ্যই সম্পুর্ন পেমেন্ট অগ্রিম পে করতে হবে এবং Non Negotiable।
তবে অন্যরা অর্গানিক ভিউ গ্যারান্টি দিবে না, কিন্তু আমাদের প্রতি কন্টেন্টে যদি প্রথম ৩ মাসে ৩০ হাজার ভিউ না আসে তাহলে আমরা ফুল পেমেন্ট ব্যাক দিয়ে দেবো।
আপনি যদি একাধিক কনটেন্টে গেস্ট হিসেবে অংশগ্রহণ করেন তাহলে আপনার কন্টেন্ট গুলা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া একাধিক পপুলার ফেসবুক পেজের এডমিন আমাদের কন্টেন্ট থেকে রিলস মেক করে থাকে। যার ফলে কন্টেন্ট দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে।
যোগাযোগঃ
যদি আপনি আমাদের সাথে এক বা একাধিক কন্টেন্ট মেক করতে চান তাহলে আমাদেরকে সরাসরি নিচে দেয়া WhatsApp নম্বরে নক দিন। পেমেন্ট সহ সমস্ত ব্যাপার এই আর্টিকেলে লিখে দেয়ার পরেও আশা করি আপনার আর কোনো কিছু বিস্তারিত জানার প্রয়োজন পড়বে না। WhatsApp এ নক দিয়ে আপনি শুধু জানাবেন যে আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে পডকাস্ট মেক করতে চান এবং সম্ভাব্য ডেট কনফার্ম করবেন।
WhatsApp Number: +8801789220321
WhatsApp Link: Click Here
Article by zemkon
Published 06 Aug 2025